এক নজরে শিলখুড়ী
ভুরুংগামাড়ী উপজেলার উত্তর দিকে ৮কিঃমিঃ দূরে ধলডাংগা বাজার নামক স্থানে শিলখুড়ী ইউনিয়ন পরিষদ অবস্থিত ৷
ক) নামঃ২নং শিলখুড়ী পরিষদ ৷
খ) আয়তনঃ২৫.২৭বগ মাইল ৷
গ) লোক সংখ্যাঃ২৫,০০০(প্রায়)
ঘ) গ্রামের সংখ্যাঃ২৪টি
ঙ) মৌজার সংখ্যাঃ৭টি
চ) হাট-বাজার সংখ্যাঃ৭টি
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যমঃ রিক্সা/অটোরিক্সা, মোটরজান ইত্যাদি ।
জ) শিক্ষার হারঃ ৬৮%
সরকারী প্রাথমিক বিদ্যালয়-০৮টি
বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়-০৩টি
উচ্চ বিদ্যালয়-০২টি
মাদ্রাসা-০২টি
ঝ) দায়িরত্ব চেয়ারম্যানঃ মোঃ ইসমাইল হোসেন
ঞ) গুরত্বপুর্ণ ধমীয়স্থানঃনাই
ট) ঐতিহাসিক/পর্যটন স্থানঃনাই
ঠ) ইউপি ভবন স্থাপন কালঃ১৯৫৬ সাল
ড) নবগঠিত পরিষদের বিবরনঃ
১) শফথ গ্রহণের তারিখঃ
২) ১ম সভার তারিখঃ
৩) মেয়াদ উত্তীনের তারিখঃ
পানি পায়খানার অবস্থা:
শিলখুড়ী ইউনিয়নের মোট পরিবারের সংখ্যা ৬১৪৯,মোট জনসংখ্যা ২২৪৩৬২। যেখানে পুরুষ ১২৩৭৯ জন, নারী ১১৯৮৩ জন ও প্রতিবন্ধীব্যক্তির সংখ্যা ২৭৮ জন। অথনৈতিক শ্রেণীবিন্যাস অনুসারে মোট জনসংখ্যার ৪৭% হত-দরিদ্রসহ মোট ৮০% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, মধ্যবিত্ত ও ধনী শ্রেণীর মানুষ যথাক্রমে ১৩% ও ৭%। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে এমন পরিবারের সংখ্যা মাত্র ৩০৪৯ টি যেখানে ১৪৬৬ টি পরিবার অস্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করে আর খোলা জায়গায় মল ত্যাগ করে এমন পরিবারের সংখ্যা ২৫টি। যৌথ ভাবে পায়খানা ব্যবহার করে মোট ১৬০৯ টি পরিবার। ইউনিয়নে মোট ৪৮% পরিবার নিরাপদ পানি ব্যবহার করে অর্থাৎ গোড়া পাকা নলকুপের পানি পান করে আর ৫২% পরিবার অনিরাপদ পানি পান করে অর্থাৎ গোড়া কাঁচা নলকুপের পানি পান করে। মোট ব্যবহারকারীর ৩৬% পরিবার যৌথ ব্যবস্থাপনায় পানির উৎস ব্যবহার করে।
ওয়ার্ড ভিত্তিক বিস্তারিত তথ্যঃ
উপজেলাঃ ভূরুঙ্গামারী | জেলাঃ কুড়িগ্রাম। | |||||||||||||||||
তথ্য সংগ্রহের সময় : ফেব্রুয়ারি/২০১৯ | ||||||||||||||||||
ওয়ার্ড নং | থানা সংখ্যা |
পরিবারের সদস্য সংখ্যা |
প্রতিবন্ধী ব্যক্তি (যদি থাকে) | অর্থনৈতিক শ্রেণী বিন্যাস | লেট্রিনের অবস্থা | পানির তথ্য | ||||||||||||
মহিলা | পুরুষ | মোট | পুরুষ | মহিলা | হতদরিদ্র | দরিদ্র |
মধ্য বিত্ত |
ধনী | স্বাস্থ্য সম্মত |
অস্ বাস্থ্য সম্মত |
যৌথ | নাই | নিরাপদ(গোড়া পাকা) |
অনি রাপদ (গোড়া কাচা) |
যৌথ | নাই | ||
১ | ৬১৪ | ১১৬৯ | ১২০২ | ২৩৭১ | ৬ | ৩ | ৩৫৯ | ১৬০ | ৬৫ | ৩০ | ৩১৪ | ১১৯ | ১৫৬ | ২৫ | ৫০ | ৩০৭ | ২৫৭ | ০ |
২ | ৫৪০ | ১০৫৭ | ১১০৫ | ২১৬২ | ০ | ২ | ২২৬ | ২০৬ | ৭৫ | ৩৩ | ২৭৪ | ১৩৬ | ১৩০ | ০ | ১০৭ | ২৯৩ | ১৪০ | ০ |
৩ | ৪৯৯ | ১১৫২ | ১১৭৪ | ২৩২৬ | ৩ | ৩ | ২৩৯ | ১৯৩ | ৪১ | ২৬ | ২৩০ | ২০৮ | ৬১ | ০ | ৫৩ | ৩৩৮ | ১০৮ | ০ |
৪ | ৬৯২ | ১২৯৬ | ১৪০৯ | ২৭০৫ | ২ | ১ | ৩৭২ | ১৬২ | ৯৪ | ৬৪ | ৩৩৭ | ১৪৫ | ২১০ | ০ | ৭১ | ৩৭৯ | ২৪২ | ০ |
৫ | ৬৭৪ | ১৩৫৬ | ১৪২২ | ২৭৭৮ | ০ | ১ | ৩২৪ | ১৯৮ | ৯৭ | ৫৫ | ২৮৬ | ২২২ | ১৬৬ | ০ | ১৫১ | ২৯৯ | ২২৪ | ০ |
৬ | ৭৭৪ | ১৪৫৫ | ১৫০৩ | ২৯৫৮ | ১ | ৫ | ৩৫৯ | ২৬৯ | ৯৯ | ৪৭ | ৩৬৭ | ১৭০ | ২৩৭ | ০ | ১২৯ | ৩৩৭ | ৩০৮ | ০ |
৭ | ৮২২ | ১৫৬৩ | ১৫৯৭ | ৩১৬০ | ৬ | ৮ | ৩৮৬ | ২৭৪ | ৯৫ | ৬৭ | ৪৩০ | ১৬৪ | ২২৮ | ০ | ১৩০ | ৩৯৬ | ২৯৬ | ০ |
৮ | ৭৩৯ | ১৪৫৬ | ১৪৭৮ | ২৯৩৪ | ২ | ৩ | ৩৭৪ | ২৪৬ | ৭৮ | ৪১ | ৪৫৫ | ১০৯ | ১৭৫ | ০ | ১৭৯ | ২৯৭ | ২৬৩ | ০ |
৯ | ৭৯৫ | ১৪৭৯ | ১৪৮৯ | ২৯৬৮ | ২ | ১ | ৪৬৫ | ১৯১ | ৮৯ | ৫০ | ৩৫৬ | ১৯৩ | ২৪৬ | ০ | ১৮২ | ২৬২ | ৩৫১ | ০ |
৬১৪৯ | ১১৯৮৩ | ১২৩৭৯ | ২৪৩৬২ | ২২ | ২৭ | ৩১০৪ | ১৮৯৯ | ৭৩৩ | ৪১৩ | ৩০৪৯ | ১৪৬৬ | ১৬০৯ | ২৫ | ১০৫২ | ২৯০৮ | ২১৮৯ | ০ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস